হাসপাতাল সমাজসেবা এমন একটি কার্যক্রম যার মাধ্যমে হাসপাতালে চিকিৎসারত রোগীদের চিকিৎসা ক্ষেত্রে যথাসম্ভব সকল প্রতিবন্ধকতা দূর করে চিকিৎসা ব্যবস্থাকে পরিপূর্ণ ও কার্যকর করে তোলা সম্ভব। যে সব সমস্যা রোগীর রোগ নিরাময়ে মানসিকভাবে বাধাপ্রাপ্ত করে এবং চিকিৎসাসংক্রান্ত মানসিক, সামাজিক, অর্থনৈতিক ও অন্যান্য সুযোগসুবিধা গ্রহণে অসমর্থ করে সে সব সমস্যাসমূহ চিহ্নিতকরণপূর্বক তা সমাধানে চিকিৎসক ও রোগীকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের মাধ্যমে রোগ নিরাময়ে সহায়তাদানই এ কার্যক্রমের প্রধান লক্ষ্য। এ কার্যক্রমের মাধ্যমে একজন রোগীকে তার শারীরিক, মানসিক তথা সর্বাঙ্গীন কল্যাণসাধনে সচেষ্ট করে তোলা সম্ভব হয়। চিকিৎসা ক্ষেত্রে সমাজকর্ম একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
সমাজসেবা অধিদফতরের আওতায় পরিচালিত বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমের মধ্যে চিকিৎসা সমাজসেবা কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে সর্বপ্রথম ১৯৫৮ সালে এ কার্যক্রম চালু হয়। বর্তমানে দেশের ৬৪ জেলার ১১০টি হাসপাতালে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মৌলভীবাজার, পুরাতন হাসপাতাল ভবন, ১২০ নং কক্ষে হাসপাতাল সমাজসেবা কাযক্রম পরিচালিত হচ্ছে।
কার্যক্রমের মূল উদ্দেশ্যঃ-
এক নজরে
|
|
|
|
---|---|---|---|
০১ |
নাম |
ঃ |
হাসপাতাল সমাজসেবা কার্যালয় |
০২ |
অবস্থান |
ঃ |
২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, মৌলভীবাজার । রুম নং-১২০ |
০৩ |
সেবার মাধ্যম |
ঃ |
রোগীকল্যাণ সমিতি |
০৪ |
রেজি.নং- |
ঃ |
মৌলভী-১১৮/৯২ |
০৫ |
সেবা গ্রহীতা |
ঃ |
অসহায় ও দুঃস্থ রোগী। |
০৬ |
সময় |
ঃ |
সকাল ৮.০০ থেকে দুপুর ২.৩০ পর্যন্ত |
০৭ |
ফোন |
ঃ |
০৮৬১-৬৩০৬১ |
হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের জনবলের তথ্যঃ
ক্রম |
পদের নাম |
সৃষ্ট পদ |
কর্মরত পদ |
শূন্য পদ |
১ |
সমাজসেবা অফিসার |
০১ |
০১ |
- |
২ |
অফিস সহকারী |
০১ |
০১ |
- |
৩ |
অফিস সহায়ক |
০১ |
০১ |
- |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস